একই দিনে চার শহরে স্বাধীনতা কনসার্ট

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ১৪:২১

বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয় ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের ওপেন এয়ার কনসার্ট। দুপুর ১২টা থেকে প্রিয় শিল্পীদের গানে মেতে ওঠে হাজার হাজার মানুষ। এবার একসঙ্গে চার শহরে স্বাধীনতা দিবস কনসার্টের আয়োজন করছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। রোজার কারণে ২৬ মার্চ আয়োজন করা না গেলেও ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট।


ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস। বিজয় দিবস কনসার্টেও জেমসের পরিবেশনা দিয়ে শেষ হয়েছিল আয়োজন। জেমস ছাড়া ঢাকায় আরও গাইবে ব্যান্ড ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথ, সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।


গতকাল মানিক মিয়া অ্যাভিনিউ পরিদর্শনে যান সবার আগে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু। সে সময় তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা অনুষ্ঠানটির আয়োজন করছি। বিগত সরকারের আমলে ভারতের শিল্পীদের এনে অনুষ্ঠান করা হতো। ইদানীং পাকিস্তানি শিল্পীদের নিয়ে আসা হচ্ছে। আমরা মনেপ্রাণে এই বাংলাদেশকে ধারণ করতে চাই। আমাদের দেশে অনেক মেধাবী সংস্কৃতি ব্যক্তিত্ব রয়েছেন। যারা যোগ্যতা দিয়ে নিজেদের নাম জানান দিতে সক্ষম হয়েছেন। তাঁদেরকে ব্র্যান্ডিং করতেই জাতীয় দিবসগুলোয় এই কনসার্টের আয়োজন। আমাদের দেশের যে প্রতিভা আছে, তা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং নিজেদের সংস্কৃতি সঙ্গে নিয়েই সামনের পথ চলতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও