
ট্রাম্পের শুল্কের আঘাতে বিপর্যয়ের মুখে বৈশ্বিক ফ্যাশন শিল্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে একের পর এক শুল্ক আরোপ করে বিশ্ব অর্থনীতি অস্থির করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার তাঁর ঘোষিত নতুন শুল্ক দেখে বৈশ্বিক ফ্যাশন শিল্প হতভম্ব অবস্থায় পড়ে যায়। গত এক শতকের মধ্যে সবচেয়ে বড় ও ব্যাপক আকৃতির শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। পোশাক উৎপাদনকারী দেশগুলোর ওপর এবার শুল্ক খড়্গ নামিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যার আঘাতে ইতিমধ্যে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে নাইকি, এলভিএমএইচ, টেপেস্ট্রির মতো বড় বড় ব্র্যান্ডগুলো।
গত বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে ট্রাম্প ঘোষণা দেন, সব আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে। প্রায় ২৪টি দেশে উচ্চ শুল্ক ধার্য করা হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে। এসব দেশের মধ্যে অনেকগুলো ফ্যাশন শিল্পের প্রধান উৎপাদন কেন্দ্র। এই শুল্ক ঘোষণার দিন মধ্যরাত থেকেই কার্যকর হবে বলে জানান ট্রাম্প।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শুল্ক আরোপ