You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের আশঙ্কা, আইফোনের দাম হতে পারে ২৩০০ ডলার

যুক্তরাষ্ট্রের এবার আন্তর্জাতিক বাণিজ্যযুদ্ধে জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা প্রবল হচ্ছে।

গত বুধবার ট্রাম্পের ঘোষিত শুল্কের কারণে বিশ্বব্যাপী আর্থিক বাজারে ধস নেমেছে। কয়েক দশকের বাণিজ্য উদারীকরণের যুগের সমাপ্তি নিয়ে অন্যান্য দেশের নেতারা সমালোচনা করছেন।

জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, শুল্ক আরোপের কারণে ‘জাতীয় সংকট’ তৈরি হয়েছে। আজ শুক্রবার ব্যাংক খাতের শেয়ারদরে পতনের কারণে টোকিওর শেয়ারবাজার কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ সপ্তাহের দিকে এগিয়ে যাচ্ছে।

বিনিয়োগ ব্যাংক জেপি মরগান জানিয়েছে, তারা এখন বছরের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতিতে মন্দার সম্ভাবনা দেখছে ৬০ শতাংশ, এর আগের অনুমান ছিল ৪০ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন