You have reached your daily news limit

Please log in to continue


শঙ্কা এড়িয়ে নিরাপদেই উদযাপিত হলো ঈদ

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঈদের আগে গত ৩০ মার্চ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়েছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, ঈদে নাশকতার কোনো আশঙ্কা রয়েছে কি না? জবাবে তিনি বলেছিলেন, পবিত্র ঈদুল ফিতর ঘিরে নাশকতার শঙ্কা নেই। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টাই নয় আইজিপি, ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালককেও ঈদের আগের কয়েক দিন একই ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়েছে।

এতে ঈদের আগে এবং বর্তমান প্রেক্ষাপটে মানুষ নিজেদের কতটা অনিরাপদ ভেবেছিল, সেটার প্রমাণ মেলে।

কিন্তু বাস্তবে দেখা গেল, এবারের মতো এত নিরাপদ ঈদ বহু বছর দেখেনি দেশবাসী। কিন্তু কী জাদুবলে সেটা সম্ভব হলো সে বিষয়েও গতকাল বুধবার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঈদে পুলিশ সদস্যরা না ঘুমিয়ে কাজ করেছেন বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। গতকাল ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশও। প্রতিবছরই ঈদের ছুটিতে রাজধানীতে হত্যাকাণ্ড থেকে শুরু করে চুরি, ডাকাতির মতো বড় বড় ঘটনা ঘটে আসছে। এ অবস্থায় খবর পাওয়া যায়, ভারতের কলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। এ ছাড়া রোজা শুরুর আগে রাজধানীসহ সারা দেশে ছিনতাই, চুরি ও ডাকাতির হিড়িক পড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন