নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গণপিটুনিতে দুই সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের বাবা ও মা আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ৯টার দিকে ঘোড়াশালের ভাগদী গ্রামের কুড়ইতলী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, চোর সন্দেহে তাদের গণপিটুনি দেওয়া হয়েছে।
তবে, নিহতদের পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহত হয়েছেন রাকিব (২৫) ও সাকিব (২০)। আহত হয়েছেন তাদের বাবা আশরাফ উদ্দিন (৫০) ও মা রাবেয়া (৪৫) খাতুন।