
‘লাপাতা লেডিসে’ আমিরের ‘ব্যর্থ’ অডিশন যেমন ছিল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৩:২০
কাজের ক্ষেত্রে খুঁতখুঁতে স্বভাবের জন্য বলিউডে যে অভিনেতা-পরিচালকের নামের আগে বসেছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা, সেই আমির খান বাদ পড়েছিলেন তার সাবেক স্ত্রী কিরণ রাওয়ের একটি সিনেমার অডিশন পর্ব থেকে।
‘লাপাতা লেডিস’ নামের দারুণ সাড়া তোলা ওই সিনেমায় আমিরের বাদ পড়া অডিশনের ভিডিও এবার এসেছে প্রকাশ্যে।
ভিডিওতে আমিরকে খাকি উর্দিতে অডিশন দিতে দেখা গিয়েছে। কদিন আগে আমির নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন। সেখানে তার অডিশনের ভিডিওটি ছাড়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, এর আগে ‘লাপাতা লেডিসের’ পরিচালক কিরণ রাও বলেছিলেন, ”এই সিনেমায় আমির অভিনয় করতে চেয়েছিল। সেজন্য সে অডিশনও দেয়। একই চরিত্রের জন্য রবি কিষাণও অডিশন দেন। আমি যখন দুজনের অডিশন ভিডিও দেখি, তখন বুঝতে পারি এই চরিত্রের জন্য রবি অভিনয়ে আমিরকে ছাপিয়ে গিয়েছেন।”