
একমাত্র সন্তান মাসের পর মাস রিহ্যাবে, এমন ঈদ আগে আসেনি কুমার বিশ্বজিতের
প্রথম আলো
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ১৩:৫৯
এমন ঈদ কখনোই আসেনি কুমার বিশ্বজিতের জীবনে। ঈদের সময়টা বেশ ব্যস্ততায় কাটত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা তাঁর জীবনের সব হিসাব–নিকাশ পাল্টে দিয়েছে। তাঁর একমাত্র সন্তান কুমার নিবিড় কানাডায় মারাত্মক দুর্ঘটনায় আহত হন। সেই থেকে এতটা সময় ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গেল এক বছর কানাডার মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে আছেন নিবিড়।
২০২৪ সালের শুরুর দিকে ছেলের সর্বশেষ অবস্থা নিয়ে কথা হয়েছিল কুমার বিশ্বজিতের সঙ্গে। তখন তিনি জানিয়েছিলেন যে দ্রুতই নিবিড়কে রিহ্যাব সেন্টারে নেওয়া হবে। সেখানেই তাঁর জীবনের পরবর্তী সব চিকিৎসাসেবা শুরু হবে। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাতে কথা হয় কুমার বিশ্বজিতের সঙ্গে। তিনি জানান, এক বছর ধরে নিবিড় রিহ্যাব সেন্টারে আছেন।