শারীরিকভাবে সুস্থ থাকার জন্যও ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। ওজন কমাতে শারীরিক পরিশ্রমের পাশাপাশি নজর রাখতে হবে ডায়েটেও। প্রতিদিন স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি এমন কিছু পানীয়ও পান করুন, যা দ্রুত ওজন কমতে সাহায্য করবেন। জেনে নিন কী রকম সেই পানীয় আর কীভাবে তৈরি করবেন
এক কাপ ঠা-া পানি ও এক ইঞ্চি আদা ছোট ছোট টুকরা করে নিন। একেবারে মিহি পেস্ট তৈরি করুন। একটি গ্লাসে এই আদা পানি ঢেলে তাতে সিকি চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং অর্ধেক পাতিলেবু মিশিয়ে দিনে দুবার পান করুন। এই পানীয় শরীরের প্রদাহ কমাবে, হজম প্রক্রিয়া উন্নত করবে। এ ছাড়াও অতিদ্রুত ওজন কমাবে।