মুক্তি পেল ‘জিম্মি’

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ২১:৩২

জয়া আহসান অভিনীত ৭ পর্বের ব্ল্যাক কমেডি জনরার ওয়েবসিরিজ 'জিম্মি' মুক্তি পেয়েছে হইচই প্ল্যাটফর্মে। 


আশফাক নিপুন নির্মিত এ সিরিজে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলু, মুনিরা বেগম মিমি, শাহাদত শিশির প্রমুখ। 


জয়া আহসান বলেন, 'আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। "জিম্মি"র ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। তাই আর দেরি করিনি।' 


আশফাক নিপুন বলেন, 'আমি "জিম্মি" নির্মাণের মাধ্যমে নতুন ধরনের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও