
সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো দুর্বলভাবে পরিচালিত হওয়ায় মানুষ সেবা পাচ্ছে না
ড. সৈয়দ আব্দুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক। এছাড়া তিনি ‘অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ’-এর আহ্বায়ক। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ স্বাস্থ্য খাতের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বণিক বার্তায়। সাক্ষাৎকার নিয়েছেন দিদারুল হক
বাংলাদেশের গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবা কী পর্যায়ে আছে?
বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার অবকাঠামো আছে। আগে ইউনিয়নে যে তিনটি ওয়ার্ড ছিল সেগুলোকে ভেঙে বর্তমানে নয়টি ওয়ার্ডে পরিণত করা হয়েছে। সাবেক তিনটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক আছে, যা কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অধীনে পরিচালিত হয়। এ ট্রাস্টের একটি কাঠামো আছে। সেখানে একজন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন। তবে ট্রাস্টের স্থানীয় পর্যায়ে কোনো কার্যালয় নেই। স্থানীয় পর্যায়ে উপজেলা হেলথ কমপ্লেক্সের ম্যানেজারের মাধ্যমে এটি পরিচালিত হয়।
- ট্যাগ:
- মতামত
- স্বাস্থ্যসেবা
- স্বাস্থ্যসেবা খাত