
ঈদের ছুটি শুরু কাল, দুপুরেই অফিস ফাঁকা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৮:৪৮
পবিত্র রোজার ঈদের টানা নয় দিনের সরকারি ছুটি আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। এবার টানা নয় দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আর এই ছুটির আমেজ আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। অফিস টাইম শেষ না হতেই দুপুরের মধ্যেই সচিবালয় প্রায় ফাঁকা হয়ে যায়।
গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঈদের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করেছে। সেই হিসেবে ২৯,৩০ ও ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারিত ছিল। ২৯ এপ্রিল থেকে ছুটি শুরুর আগে ২৮ এপ্রিল শুক্রবারের সাপ্তাহিক ছুটি।
ঈদের ছুটি শেষে ৩ এপ্রিল অফিস খোলার কথা থাকলেও সরকার ওই দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর ৪ ও ৫ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এ বছর ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনে ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।