 
                    
                    ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই সড়কের ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাশেম এবং নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। নিহত অটোরিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আজাদুর রহমান জানান, সকালে অটোরিকশাটি নবীনগর থেকে কুমিল্লার কোম্পানীগঞ্জ যাচ্ছিল। বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                