-67e0e7839df3d.jpg)
পার্লারে নয় ঘরে বসেই করুন ঈদ ফেসিয়াল, যা লাগবে
যুগান্তর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:৩২
গ্রিন টি একটি অতিপরিচিত ভেষজ চা, যা মানুষ ওজন কমানোর জন্য পান করে থাকেন। তবে এটি ত্বকের যত্নের পণ্য তৈরিতেও ব্যবহৃত হয়। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার পরিবর্তে, ঈদে ঘরে বসেই আপনি গ্রিন টি দিয়ে ফেসিয়াল করতে পারেন। দেখে নিন কয়েকটি কার্যকরী উপায়। এ উপায়ে গ্রিন টি ফেসিয়াল রাসায়নিক মুক্ত হয় এবং ত্বকের কোনো ক্ষতি করে না। বরং একাধিক উপকার করে গ্রিন টি।
১. গ্রিন টি ও লেবু দিয়ে তৈরি করুন ফেসিয়াল। গ্রিন টি, এক চা চামচ লেবুর রস এবং গোলাপজল।
যেভাবে বানাবেন: গ্রিন টি ও লেবুর ফেসিয়াল করতে, এক কাপ গ্রিন টি তৈরি করুন। এরপর এতে এক চামচ গোলাপজল এবং লেবুর রস যোগ করুন। এই মিশ্রণটি আপনার সারা মুখে লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।এ ফেসিয়ালটি তৈলাক্ত ত্বকের ব্যক্তিদের উপকার করবে এবং ব্রণও কমাবে।
- ট্যাগ:
- লাইফ
- ফেসিয়াল
- ফেসিয়াল করার উপায়