আর্জেন্টিনার বিপক্ষে আগুনে লড়াইয়ের অপেক্ষায় মার্কিনিয়োস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:০৩

দ্বাদশ রাউন্ডে যে পরিস্থিতি ছিল, তা এখন আর নেই। কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ছয়ে নেমে যাওয়ার শঙ্কা এড়িয়ে তিনে উঠে এসেছে ব্রাজিল। পয়েন্ট টেবিল ঘিরে স্নায়ুচাপ কেটে গেছে অনেকটাই। তাতে কি আর্জেন্টিনার বিপক্ষে ম‍্যাচের ‘গুরুত্ব কমে গেছে?’ এমন হওয়ার কোনো কারণই দেখছেন না মার্কিনিয়োস। অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির মুখোমুখি লড়াই যে কোনো টুর্নামেন্টের ফাইনালের মতো।


বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে মাঠে গড়াবে এবারের সুপারক্লাসিকো ম্যাচটি। ব্রাসিলিয়ায় রোববার এক সংবাদ সম্মেলনে শতাব্দী প্রাচীন দ্বৈরথ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন মার্কিনিয়োস।


“আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম‍্যাচ কখনও স্রেফ অন্য একটা ম‍্যাচের মতো হবে না। এটা কেবলই আরেকটা প্রীতি ম‍্যাচে কিংবা বাছাইয়ের একটা ম‍্যাচ হবে না। এটা সবসময়ই কোনো টুর্নামেন্টের ফাইনালের মতো হবে। আর আমাদের জন‍্য হবে অনেক বড় এক ক্লাসিক লড়াই। এই মানসিকতা, অনুপ্রেরণা ও প্রাণশক্তি নিয়েই আমরা ম‍্যাচটি খেলতে যাব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও