You have reached your daily news limit

Please log in to continue


সব আশা হারিয়ে অস্ট্রেলিয়া ফিরে যেতে চান জান্নাতুল

আশা ছিল আবার দেশের ক্রিকেটে ফিরবেন, ফিরেছেন।

আশা ছিল আবার লাল–সবুজ জার্সি গায়ে বাংলাদেশের হয়ে খেলবেন, খেলেছেন।

কিন্তু ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেও আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে এখন সব আশা হারিয়ে ফেলেছেন জান্নাতুল ফেরদৌস। ভাবছেন, দেশের ক্রিকেটকে বিদায় বলে আবারও পাড়ি জমাবেন অস্ট্রেলিয়ায়।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আট দলের নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। টুর্নামেন্টের জন্য গত ২৩ আগস্ট ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে সুযোগ পাননি জান্নাতুল। তবে ২৫ বছর বয়সী এই অফ স্পিনার গত মে মাস থেকে চলমান নারী দলের অনুশীলন ক্যাম্পে আছেন।

২০১৬ সালে প্রথম জাতীয় দলে ডাক পাওয়া জান্নাতুলের আন্তর্জাতিক অভিষেক ২০১৮ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরে। দলে ছিলেন সে বছরের এশিয়া কাপেও। এরপরই ব্রাত্য হয়ে পড়েন জাতীয় দলে।

২০১৯ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট খেলতে চলে যান সিডনিতে। চার বছর অস্ট্রেলিয়ায় থেকে খেলেছেন সিডনি ক্রিকেট ক্লাব, ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাব ও সর্বশেষ ক্যানবেরার রাজ্য দল অস্ট্রেলিয়া ক্যাপিটালস টেরিটরির হয়ে। ২০২০–২১ মৌসুমে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটারদেরও পেছনে ফেলে পেয়েছিলেন ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন