শেষের ডাক শুনতে পাচ্ছেন বুসকেতস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ২০:৩৩

পেশাদার ফুটবলে দেড় যুগের বেশি দীর্ঘ ক্যারিয়ারে এই পর্যায়ে এসে যেন শেষের ডাক শুনতে পাচ্ছেন সের্হিও বুসকেতস। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ ধাপে দাঁড়িয়ে স্প্যানিশ মিডফিল্ডার আভাস দিলেন, এই দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব না হলে ফুটবলকেই বিদায় বলে দেবেন তিনি।


লিগস কাপের সেমি-ফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটির আগের দিন এএস ইউএসএ ল্যাটিনোকে ভবিষ্যৎ ভাবনায় ওই দুই সম্ভাবনার কথা বলেন বুসকেতস।


“বার্সেলোনা ছাড়ার সময়ই নিজের কাছে আমি পরিষ্কার ছিলাম যে, (খেলোয়াড় হিসেবে) কখনও স্পেনে বা ইউরোপে ফিরব না। আর এখন ক্যারিয়ার আরও দীর্ঘ করার চেয়ে বরং শেষের কাছে পৌঁছে গেছি আমি। এই পর্যায়ে হয় (ইন্টার মায়ামির সঙ্গে) চুক্তি নবায়ন হবে, নয়তো অবসর নেব আমি। যখন কিছু ঘোষণা করার মতো হবে, আমি জানাব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও