You have reached your daily news limit

Please log in to continue


বিপিএল ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

বিপিএলের সর্বশেষ আসরে দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অবশেষে জমা দেওয়া হয়েছে বিসিবিতে। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এ রিপোর্ট জমা দেয় তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।

গত ডিসেম্বর–জানুয়ারিতে অনুষ্ঠিত একাদশ বিপিএলের দুর্নীতি, অব্যবস্থাপনা ও প্রক্রিয়াগত দুর্বলতার অভিযোগে এই প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়।

বিসিবি জানিয়েছে, আইসিসির নির্দেশনা মেনে সর্বোচ্চ গোপনীয়তায় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে। প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদের ব্যাপারে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন ধারা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে তদন্তের স্বচ্ছতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার রক্ষার্থে আপাতত কোনো নাম প্রকাশ করা হবে না। কমিটির সুপারিশগুলো খতিয়ে দেখে বিসিবি পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন