
জুলাইয়ে আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে: সেনাপ্রধান
জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতী সন্তান। সেনাবাহিনী তাদের পাশে সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় সেনাবাহিনী প্রধান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
আহতদের উদ্দেশে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনাদের অনেকে চলাচল করতে পারেন না, চোখে দেখতে পারেন না। আমি নিশ্চয়তা ও আশ্বাস দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
সেনাপ্রধান বলেন, ‘আজকের এই ইফতার আয়োজন ও আর্থিক সহযোগিতা আপনাদের জন্য। আমাদের এই সাহায্য-সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে, জারি থাকবে। আপনাদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি। আপনারা মনোবল হারাবেন না। আপনারা জাতির কৃতী সন্তান। আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আবারও নিশ্চয়তা দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’