অর্ণবের উৎসাহেই ‘দিন গেল’ গানটি অ্যালবামে রেখেছিলেন হাবিব

প্রথম আলো প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১২:৫৬

কৃষ্ণ অ্যালবামের মাধ্যমে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়ে নিজেকে জানান দেন হাবিব ওয়াহিদ। পরের বছর প্রকাশ করেন মায়া নামের আরেকটি অ্যালবাম। মিক্সড এ অ্যালবামের গানগুলোও শ্রোতাপ্রিয় হয়। দুই অ্যালবামে গান করে জনপ্রিয়তা পান কায়া, হেলাল, জুলি, কণিকা ও নির্ঝর। এ দুই অ্যালবামের নেপথ্যে কাজ করলেও হাবিবকে পাওয়া যায়নি গায়ক হিসেবে।


গায়ক হিসেবে হাবিবের আত্মপ্রকাশ ‘ময়না গো’ অ্যালবামে দিয়ে। অ্যালবামটির ‘দিন গেল’ গান মুক্তির পরই আলোচিত হয়। গানটি হাবিবকে গায়ক হিসেবে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে।


তবে এ অ্যালবামেও নিজের গান রাখার পরিকল্পনা ছিল না তাঁর। সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের উৎসাহেই পরিকল্পনার বাইরে গিয়ে গানটি অ্যালবামে রাখেন। গানটির অজানা কথা প্রথম আলোর সঙ্গে শেয়ার করেছেন হাবিব।
ময়না গো অ্যালবামের গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের দায়িত্ব দেওয়া হয় অর্ণবকে।


অর্ণব আগে ‘কৃষ্ণ’ গানের মিউজিক ভিডিও বানিয়ে তত দিনে প্রশংসা কুড়িয়েছেন। হাবিবের স্টুডিওতে অ্যালবামের সব কটি গান শোনানো শেষ হলে ‘দিন গেল’ শোনান হাবিব। জানান, সদ্যই গানটি শেষ করেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও