ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

কালের কণ্ঠ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৯:১০

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।


আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২০ গুণ বেশি রয়েছে। 


এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকার সাভারের হেমায়েতপুর (২৬৮), বেচারাম দেউড়ি (২২০) ও মাদানি সরণির বেজ এজওয়াটার (২৬৪)। এই তিন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের তালিকায় এরপরেই রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস (১৯৫), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৮৭), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮৬), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮২), গুলশান লেক পার্ক (১৮১), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৭৯) এবং মহাখালীর আইসিডিডিআরবি (১৭৪) এলাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও