
নিয়মিত চুলে কালার করার অভ্যাস হতে পারে বড় বিপদের কারণ
যুগান্তর
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১০:১৫
সাদা চুল লুকোতে অনেকেই নিয়মিত চুলে কালার করেন। কেউ আবার নিজের লুক পরিবর্তন করতে চাইলেও প্রথমে চুল রঙ করার কথা চিন্তা করেন। কেউ কেউ আবার ট্রেন্ড মেনে চুলে রঙ করেন। অথচ এই ঘন ঘন চুলে রঙ করা যে আদতে কতটা ক্ষতিকর, তা অনেকেই হয়তো জানেন না। রঙের মধ্যে থাকা রাসায়নিক চুলের অত্যন্ত ক্ষতি করে। এ ছাড়াও এর বেশ কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। তাই পরের বার চুল কালার করার সময় নিম্নোক্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন।
চুল দ্রুত ভেঙে যায়
নিয়মিত চুল রং করার সবচেয়ে খারাপ পার্শ্বপ্রতিক্রিয়াটি হলো, এর জেরে চুল দ্রুত নষ্ট হয়ে যায়। বেশির ভাগ হেয়ার কালার তৈরি হয় অ্যামোনিয়া ও হাইড্রোজেন পার অক্সাইডের মতো তীব্র রাসায়নিক পদার্থ দিয়ে। এই জাতীয় রাসায়নিক পদার্থ মাথার ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে ধীরে-ধীরে চুল দুর্বল হয়ে পড়ে এবং চুলের গোড়া ভাঙতে শুরু করে।