সৌখিনের নির্দেশনায় অপূর্ব-নিহার ঈদের নাটক ‘মেঘবালিকা’

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ১২:৫৭

অপূর্ব ও নিহাকে জুটি করে দুটি নাটক নির্মাণ করেছিলেন জাকারিয়া সৌখিন। একটি ‘মন দুয়ারী’, অন্যটি ‘মেঘবালিকা’। দুটি নাটকের শুটিংও হয়েছে একই সময়ে। গত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মন দুয়ারী প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। চার দিনে ১ কোটি ভিউ ছাড়িয়ে গিয়েছিল নাটকটি। সচেতনভাবে তখন মেঘবালিকার কথা গোপন রাখা হয়েছিল। এবার নাটকটি সম্পর্কে বিস্তারিত জানালেন নির্মাতা।


আসন্ন ঈদুল ফিতরে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মেঘবালিকা। মন দুয়ারীর মতো মেঘবালিকা নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ ও প্রেমবিষয়ক গল্প। গল্পটি আবর্তিত হয়েছে অপূর্ব অভিনীত আবিদ ও নিহা অভিনীত নায়লাকে ঘিরে। নায়লার সিনিয়র আবিদ। দুজনের বয়সের পার্থক্য অনেক। তবু নায়লা প্রেমে পড়ে যায় আবিদের। নায়লার বড় ভাইয়ের বন্ধু আবিদ। সেই বন্ধুত্ব খুবই গাঢ়। আবিদকে নায়লার ভাই, মা ও বাবা নিজেদের পরিবারের সদস্য মনে করে। তাই নায়লার প্রেমের পাগলামি একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও