
ধর্ষণ বাড়ছে: সাবধান হতে হবে ছেলে শিশুদের নিয়েও
গত এক মাসে ‘যৌন হয়রানির শিকার ছেলেশিশু’ সংক্রান্ত বেশ কয়েকটি খবর চোখে পড়েছে। স্কুলে, মাদ্রাসায় এবং প্রতিবেশীর দ্বারা ছেলেশিশুরা যৌন হয়রানির শিকার হচ্ছে। কিন্তু এই বিষয়টিকে লজ্জার ও বিব্রতকর মনে করে পরিবার স্বীকার করে না বা গোপন রাখে। আমাদের সমাজে মেয়েশিশুর চাইতে ছেলেশিশু ধর্ষণ বা বলাৎকারের খবর অনেক বেশি গোপন রাখা হয়। কারণ এটা এখনো ট্যাবু এবং ছেলেশিশুর জন্য অসম্মানজনক বলে মনে করা হয়।
অসংখ্য শিশু প্রতিদিন নানা ধরনের যৌন নিপীড়নের শিকার হচ্ছে। এরমধ্যে মেয়েশিশুর সংখ্যা বেশি হলেও ছেলে শিশুর সংখ্যাও অনেক। এ বিষয়ে কথা বলতে মানুষ এখনো স্বচ্ছন্দবোধ করে না, লজ্জা পায়। এ রকম ঘটনা যে ঘটে, তা অনেকেই স্বীকার করতে চান না, এড়িয়ে যান। এমনকি ভুক্তভোগী শিশুটিকেও বলা হয় এ কথা প্রকাশ না করতে। নিপীড়নকারী যদি পরিবারের সদস্য হয়, তার বিরুদ্ধে সাধারণত কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। এগুলো প্রতিটিই হলো নিজের নিপীড়িত সন্তানের প্রতি অবিচার। এগুলো গোপন করা একধরনের অপরাধ।
- ট্যাগ:
- মতামত
- ধর্ষণ
- যৌন হয়রানি