ঈদে নবদম্পতির ম্যাচিং পোশাক

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৭:৪৭

ঈদ মানেই ঝলমলে নতুন পোশাকে নিজেদের সাজিয়ে নেওয়া। ঈদুল ফিতরের আবহ বা প্রস্তুতি সাধারণত শুরু হয়ে যায় রমজানের প্রথম দিন থেকে। বিশেষ করে পরিবারের কে কেমন পোশাক পরবে তা নিয়েই ভাবনা–চিন্তা চলতে থাকে। তার ওপর বাড়িতে যদি থাকে নবদম্পতি তাহলে তো কেনাকাটার প্রস্তুতি লেগে যায় আরও জোরেশোরে।


গত বেশ কয়েক বছরে যুগলদের ম্যাচিং পোশাক পরার ট্রেন্ড দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। দূর থেকে দেখলেই বোঝা যায় দুজনের তরে দুজন। এককথায়, রং মিলিয়ে পোশাক পরতে এখন অনেক যুগলই ভালোবাসেন। দেখতেও ভালো লাগে। সঙ্গীর প্রতি আবেগ প্রদর্শনের একটি চমকপ্রদ উপায় হতে পারে ম্যাচিং পোশাক। সেটা হতে পারে শাড়ি–পাঞ্জাবি, কামিজ–পাঞ্জাবি, স্যুট-গাউন, একই রকম টি-শার্ট বা কন্ট্রাস্ট রঙের কাপড়ে তৈরি পোশাক। বিভিন্ন উপলক্ষ বা আয়োজনে আপনি ও আপনার সঙ্গী বা সঙ্গিনী যদি মিলিয়ে পোশাক পরেন, তাহলে দেখতে যেমন ভালো লাগবে, আপনাদের নিজস্ব স্টাইলেও যোগ হবে আলাদা একটা মাত্রা। বাড়িতে থাকা নবদম্পতিকে ঈদের উপহার হিসেবেও দেওয়া যেতে পারে ম্যাচিং পোশাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও