অন্তর্বর্তী সরকারে আস্থা থাকলেও নির্বাচন নিয়ে আশ্বস্ত নয় বিএনপি

ডেইলি স্টার প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১৩:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রাখতে চাইলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার আগ পর্যন্ত তারা পরিপূর্ণ ভরসা করতে পারছে না।


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একাধিক বক্তব্যে নির্বাচনের ভিন্ন ভিন্ন সময়সীমা বলায় বিএনপির মধ্যে সন্দেহের উদ্রেক হয়েছে।


গতকাল সোমবার পুলিশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতোমধ্যে সাত মাস পার করে এসছি। আমরা বলছি, ডিসেম্বরে নির্বাচন হবে। কাজেই কী কী সংস্কার করতে চাই করে ফেলতে হবে।'


এর তিনদিন আগেও তিনি বলেছিলেন, নির্বাচন এ বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনে হতে পারে। বিষয়টি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কারের ওপর।


রাজনৈতিক দলগুলো স্বল্প পরিসরে সংস্কার চাইলে নির্বাচন এ বছরের ডিসেম্বরে হতে পারে। তবে, তারা বড় পরিসরে সংস্কার চাইলে নির্বাচন হবে আগামী বছর জুনে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও