
এখন আগামী রোজার আগেই নির্বাচন চান জামায়াত আমির
নির্বাচনের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান; বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে আগামী রোজার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচন করার পক্ষে নিজের দলের অবস্থান তুলে ধরেছেন তিনি।
বুধবার দুপুরে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নির্বাচন নিয়ে দলের এই অবস্থান বৈঠকে তুলে ধরার কথা জানান।
সম্প্রতি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আসা শফিকুর রহমান বলেন, “তারা (মার্কিন প্রতিনিধি দল) শুধু এটাই জানতে চেয়েছে, কখন আমরা এই নির্বাচন অনুষ্ঠানটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি যে, সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন কিনা দেখতে চাই।”