You have reached your daily news limit

Please log in to continue


৪.৮ কিলোমিটার যমুনা রেলসেতুর উদ্বোধন

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ওপর নির্মিত যমুনা রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রেল সেতুটির উদ্বোধন করা হয়।

এসময় একটি বিশেষ ট্রেন অতিথিদের নিয়ে যমুনা রেলসেতু পূর্ব ইব্রাইহমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেল স্টেশনের দিকে ছেড়ে যায়।

সায়দাবাদ রেল স্টেশনে পৌঁছানোর পর সেখানে সংবাদ সম্মেলন করবেন তারা। পরে আবার বিশেষ ট্রেনটি সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশনে ফিরে আসবে।

চার দশমিক আট কিলোমিটার ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের সেতুটি চালুর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগে সময় কমে আসবে।

রেল সূত্র জানায়, উদ্ভোধনের একদিন পর অর্থাৎ পরদিন ১৯ মার্চ থেকে বাড়তি ভাড়া (রেলের ভাষায় পন্টেজ চার্জ) কার্যকর করা হবে। এই সেতু ব্যবহার করে চলা ট্রেনের আসনভেদে ভাড়া বাড়বে ৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন