
ঘৃণা নয় ভালোবাসা ছড়িয়ে দিন
বিশ্বজুড়ে আজ এক অস্থির পরিস্থিতি। হানাহানি, মারামারি, বিদ্বেষ- যেন এটাই এখনকার জীবনের প্রতিচ্ছবি। মানুষে মানুষে বিভেদ, ধর্মের নামে হানাহানি, জাতিগত বিদ্বেষ- এসব যেন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, সহমর্মিতা আর মানবতার। ঘৃণা নয়, ভালোবাসার মন্ত্রেই আমরা পারি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে।
ঘৃণা আর বিদ্বেষ শুধু ধ্বংস ডেকে আনে। এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা যায় না। বরং ঘৃণা আরও ঘৃণা জন্ম দেয়, বিদ্বেষ আরও বিদ্বেষ ছড়ায়। ভালোবাসাই একমাত্র পথ, যা দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারি। ভালোবাসা দিয়ে হিংসা দূর করা যায়, ঘৃণা মুছে ফেলা যায়।