স্ট্যাম্প-সিল বাবদ ৮ লাখ টাকা আবদার, মিললো ১০ হাজার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১০:৩৫

একটি প্রকল্পে এক বছরের জন্য স্ট্যাম্প ও সিল কিনতে ৮ লাখ ১০ হাজার টাকা আবদার করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এ প্রস্তাব অযৌক্তিক জানিয়ে মাত্র ১০ হাজার টাকা ব্যয়ের অনুমতি দিয়েছে পরিকল্পনা কমিশন। এছাড়া আরও অনেক ব্যয় পুরোপুরি কাটছাঁট করা হয়েছে। কমানো হয়েছে প্রকল্পের অধিকাংশ ব্যয়।


‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পুনঃনির্মাণ’ শীর্ষক প্রকল্পে এ ব্যয়প্রস্তাব করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রস্তাবিত এ প্রকল্প নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা করে পরিকল্পনা কমিশন। সভায় ব্যয় কাটছাঁটের সিদ্ধান্ত হয়।


ডিসেম্বর ২০২৩ থেকে চলমান প্রকল্পটি নভেম্বর ২০২৬ নাগাদ শেষ হবে। ফলে প্রকল্পের মেয়াদ আছে মাত্র এক বছর। এই সময়ে প্রকল্পের পরিচালক, উপ-প্রকল্প পরিচালক ও অ্যাকাউন্ট্যান্ট শুধু সিল-স্ট্যাম্প ব্যবহার করবেন। যার জন্য মাত্র পাঁচ হাজার টাকাই যথেষ্ট। ফলে এ খাতে ৮ লাখ ১০ হাজার টাকা ব্যয় অযৌক্তিক মনে করে কেটেছে কমিশন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও