বাংলা ভাষায় একটা প্রবাদ আছে : কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ যথাসময়ে যথাযথ কাজটি করতে না পারলে পরে পস্তাতে হয়। ৫ আগস্ট অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের পর ভারতের ভেতর থেকে কতিপয় মিডিয়া একতরফাভাবে সংঘবদ্ধ অপপ্রচার করলেও এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি প্রধান উপদেষ্টার প্রেস উইং।
দু-একটি ব্রিফিং ছাড়া আর কিছুই করেনি তারা। এর জন্য সম্মিলিত যে অপপ্রচার প্রতিরোধ পরিকল্পনা দরকার ছিল, সেটা করতে ব্যর্থ হয়েছে তারা। ফলে যা হওয়ার তাই হয়েছে। এখন ভারতীয় মিডিয়াগুলো অবলীলায় আমাদের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর বিরুদ্ধে একদম ডাহা মিথ্যা এবং গাঁজাখুরি গল্প প্রচার করছে।