বাংলা ভাষায় অতিপরিচিতি শব্দ হলো ফ্যাঁকড়া। যাপিত জীবনে কমবেশি আমরা সবাই ফ্যাঁকড়ায় পড়েছি। কখনো ফ্যাঁকড়া থেকে উত্তীর্ণ হতে পেরেছি, আবার কখনো ফ্যাঁকড়াতেই জীবন অতিবাহিত করছি। কিন্তু আমরা কি জানি ফ্যাঁকড়া শব্দটির মূল অর্থ কী? কীভাবে শব্দটি বাংলা ভাষায় এমন নেতিবাচক রূপ লাভ করেছে? শব্দটির মূল অর্থই কি নেতিবাচক? এতসব প্রশ্নের বেড়াজালে না জড়িয়ে চলুন জেনে নিই ফ্যাঁকড়া শব্দের সাতসতেরো।
ফ্যাঁকড়া দেশি শব্দ। এটি বিশেষ্য পদ। ফ্যাঁকড়া শব্দের আক্ষরিক অর্থ হলো প্রশাখা; গাছের ডাল। অপরদিকে ফ্যাঁকড়া শব্দের আভিধানিক অর্থ হলো ফ্যাসাদ, ঝামেলা; বাধা, বিঘ্ন, ছলচাতুরী; মূল বিষয় থেকে উদ্ভূত অন্যান্য বিষয়। মূলত ফ্যাঁকড়া শব্দের আক্ষরিক অর্থ থেকেই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে নেতিবাচক অর্থটি জাত।