আর্থিক অভাবে আটকে গেল আয়ারল্যান্ডের হোম সিরিজ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১১:২৫

আর্থিক কারণে আটকে গেল আয়ারল্যান্ডের হোম সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে চলতি গ্রীষ্মে মাল্টি ফরম্যাট সিরিজ আয়োজনের কথা থাকলেও তা বাতিল করতে বাধ্য হয়েছে আয়ারল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট আয়ারল্যান্ড। এবারের গ্রীষ্মে তাদের ব্যস্ত সময়সূচির মধ্যে ইংল্যান্ডের পুরুষদের টি-টোয়েন্টি দল এবং জিম্বাবুয়ে নারী দলের ঐতিহাসিক সফর অন্তর্ভুক্ত রয়েছে।  


ক্রিকেট আয়ারল্যান্ড মঙ্গলবার তাদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সূচিতে নারীদের ৫০ ওভারের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোও উল্লেখ করা হয়েছে। এই ম্যাচগুলো ৯ থেকে ১৮ এপ্রিলের মাঝে অনুষ্ঠিত হবে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, থাইল্যান্ড ও স্কটল্যান্ড।  এছাড়া, আয়ারল্যান্ড নারী দল বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষ্যে পাকিস্তানে ৫ ও ৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও