-67cff48e0ef66.jpg)
‘এক্সে’ সাইবার হামলার দায় নিল ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপ
যুগান্তর
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ২১:০৫
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টু্ইটার) বিভ্রাট দেখা দিয়েছে। সোমবার এক্স-এর একাধিক বিপর্যয়ের পেছনে ইউক্রেন সংশ্লিষ্ট একটি বৃহৎ সাইবার হামলা দায়ী বলে দাবি করেছেন যোগাযোগ মাধ্যমটির মালিক ইলন মাস্ক।
তবে ফিলিস্তিনিপন্থি হ্যাকার গ্রুপের দাবির পর তার বক্তব্য প্রশ্নের মুখে পড়েছে।
একটি ফক্স নিউজ সাক্ষাৎকারে মাস্ক বলেন, এটি বড় ধরনের হামলা ছিল। এতে অনেক সম্পদ ব্যবহার করা হয়েছে, যা হয় একটি বিশাল সংগঠিত দল অথবা কোনো রাষ্ট্র চালিয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, আমরা পুরোপুরি নিশ্চিত নই, তবে ইউক্রেনীয় অঞ্চলের আইপি ঠিকানা থেকে এক্সকে অচল করার জন্য ব্যাপক সাইবার আক্রমণ চালানো হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সাইবার হামলা
- দায় স্বীকার