প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো নয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৭:০৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এখন থেকে প্রাইভেট পড়াতে পারবেন না শিক্ষকরা, নেওয়া যাবে না কোচিং ক্লাসও।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশ দিয়েছে, ক্লাস ছুটির পর বা বন্ধের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ কোচিং ক্লাস বা প্রাইভেট পড়ানোসহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না।


স্কুলের কক্ষে কোনো শিক্ষক কোচিং ক্লাস নিলে বা প্রাইভেট পড়ালে ‘এর দায় তাকেই নিতে হবে’ বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।


ঠাকুরগাঁওয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠার পর এমন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মো. রাইহুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্লাস ছুটির পর বা বন্ধের দিনে শ্রেণিকক্ষে কোচিং ক্লাস বা প্রাইভেট পড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে। কোনোভাবেই স্কুলের রুম প্রাইভেট পড়ানো বা কোচিং ক্লাস নেওয়ার কাজে ব্যবহার করা যাবে না। বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।“


“কোনো শিক্ষক বা অন্য কেউ স্কুলের রুমে প্রাইভেট পড়ালে বা কোচিং ক্লাস নিলে বা অন্য কোন কাজে ব্যবহার করলে তিনি এর জন্য দায়ী থাকবেন।“


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও