যে ৪ কারণে ডিম সেদ্ধ পানি ফেলে দেবেন না

প্রথম আলো প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৫:০১

আমরা প্রায় প্রতিদিনই ডিম সেদ্ধ করি এবং সেদ্ধ করা পানি ফেলে দিই। কিন্তু এই ডিম সেদ্ধ পানিতেও রয়ে যায় ডিমের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। ডিম সেদ্ধ করার সময় ডিমের খোসা এবং ডিমের সাদা অংশ থেকে কিছু পুষ্টি উপাদান পানিতে চলে আসে, যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।


ডিম সেদ্ধ পানি কেন এত কার্যকর


ডিম সেদ্ধ করা পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং সামান্য পরিমাণ ফসফরাস ও আয়রন থাকে। যা গাছপালা, চুলের যত্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কম্পোস্ট সারের জন্য উপকারী। এই পানি মাটিতে দিলে মাটির গুণগত মান উন্নত হয়, মাথার চুল মজবুত হতে পারে, আর ঘরগৃহস্থালির বিভিন্ন জিনিস পরিষ্কার করতেও ব্যবহার করা যায়। এর পাশাপাশি কম্পোস্ট সার বানাতেও কাজে লাগে।


১. গাছের জন্য প্রাকৃতিক সার


ডিম সেদ্ধ পানিতে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে, যা গাছের জন্য অত্যন্ত উপকারী। ডিম সেদ্ধ পানি ঠান্ডা করে গাছের গোড়ায় দিলে মাটির গুণগত মান উন্নত হয় এবং গাছের পুষ্টিগ্রহণের ক্ষমতা বাড়ে। ক্যালসিয়াম গাছের শিকড়ের বিকাশে সাহায্য করে, ম্যাগনেশিয়াম ক্লোরোফিল উৎপাদন বাড়িয়ে গাছকে আরও সবুজ ও সতেজ করে তোলে। তবে গরম পানি গাছে প্রয়োগ করলে গাছ মরে যাবে, তাই অবশ্যই পানি ঠান্ডা করে নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও