
চাই বুদ্ধির মুক্তি ও চিন্তার স্বাধীনতা
‘বুদ্ধির মুক্তি ও চিন্তার স্বাধীনতা’ কথাটি খুবই মূল্যবান ও গুরুত্বপূর্ণ। আমরা ওপেন (open) সোসাইটি বা মুক্ত সমাজ বলতে তাকেই বুঝি, যেখানে সব ধরনের মতপ্রকাশের স্বাধীনতা থাকে। আর ক্লোজড (closed) সোসাইটি বা বদ্ধ সমাজ হচ্ছে সেই সমাজব্যবস্থা, যেখানে নাগরিকদের স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের অধিকার থাকে না। ইচ্ছা করলেই একজন নাগরিক তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারে না। উন্নত ও উদার গণতান্ত্রিক সমাজে চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা থাকে। একটি রাষ্ট্র যতটা উন্নত ও গণতান্ত্রিক হবে, সেখানে নাগরিকদের চিন্তার স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা ততই নিশ্চিত হবে। ফরাসি দার্শনিক রুশো তার বিখ্যাত গ্রন্থ ‘The Social Contract’-এ উল্লেখ করেছেন, ‘Man is born free but everywhere he is in chain’, অর্থাৎ একজন মানুষ স্বাধীনভাবেই জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীকালে সে শৃঙ্খলিত হয়ে পড়ে। কারণ যুগে যুগে মানব ইতিহাসে দেখা গেছে অধিকার হরণের কাহিনি।
বাস্তবে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই একজন ব্যক্তিকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। চিন্তা করা বা নিজস্ব মতামত প্রকাশের অধিকার প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার। প্রতিটি রাষ্ট্র তার নাগরিকদের এ সুবিধা বা অধিকার নিশ্চিত করতে বাধ্য। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এর ব্যত্যয় ঘটে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে এবং রাষ্ট্র সে স্বাধীনতা নিশ্চিত করবে। একটি সমাজে বিভিন্ন মত থাকতে পারে। সবাইকে তাদের নিজ নিজ মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। কোনোভাবেই একজন নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা হরণ করা যাবে না। এমনকি সরকারবিরোধী মতামতও প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। মতপ্রকাশের অবাধ স্বাধীনতা এবং মুক্তচিন্তার পরিবেশ না থাকলে একটি রাষ্ট্র কখনোই সত্যিকার গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারে না।
- ট্যাগ:
- মতামত
- মুক্ত চিন্তার সংকট