
আড়ি পাতার সুযোগ থাকবে স্টারলিংকেও
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট–সেবা চালু হলেও তাতে আইনানুগ আড়ি পাতার সুযোগ রাখতে চায় সরকার। অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে এলে সেখানেও আইনানুগ আড়ি পাতার সুযোগ থাকবে।
সরকার বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু করতে চায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস উইং গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান উপদেষ্টা তাঁর হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিনিধিদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি গতকাল রোববার প্রথম আলোকে বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আইনানুগ আড়ি পাতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পন্থা। টেলিযোগাযোগ–সংক্রান্ত নতুন আইনে তা থাকবে। স্টারলিংকও এ ক্ষেত্রে আপত্তি করবে না বলে মনে করেন তিনি।