যে ইউনিয়নে ১ ইঞ্চিও পাকা রাস্তা নেই

যুগান্তর রায়পুরা (নরসিংদী) প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ২০:৫৫

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নে স্বাধীনতার ৫৪ বছরে ১ ইঞ্চি রাস্তাও পাকাকরণ হয়নি। এখনো ১২টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের ভরসা মাটির রাস্তা ও বর্ষা মৌসুমে নৌকা। জন্মের পর থেকেই যোগাযোগ ক্ষেত্রে কষ্ট তাদের জীবনসঙ্গী। যোগাযোগ ব্যবস্থার কারণে প্রতিনিয়তই কমছে শিক্ষার হার। বৃদ্ধি পাচ্ছে গোষ্ঠীগত দাঙ্গা-হাঙ্গামা।


সরেজমিন জানা যায়, প্রায় ৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে অবস্থিত মির্জারচর ইউনিয়ন। এখানে ১২টি গ্রামে প্রায় ১৫ হাজার মানুষ বসবাস করছেন। নারী-পুরুষসহ ভোটার রয়েছেন প্রায় সাড়ে ৯ হাজার। এ ইউনিয়নের কোথাও এক ইঞ্চি পাকা সড়ক নেই। একটি ইটের সলিং চোখে পড়লেও সেগুলোর ইট উঠে গেছে অনেকাংশে। প্রয়োজনীয় সেতু-কালভার্ট নেই। ইউনিয়নের ১২ গ্রামে যাতায়াতের জন্য প্রায় ১৬ কিলোমিটার রাস্তার কোথাও পাকা নেই। ইউনিয়ন থেকে অন্য কোথাও যেতে হলে দীর্ঘপথ হেঁটে ও নৌকায় নদী পার হয়ে যেতে হয়।


ইউনিয়নের লোকজন বলেন, বৃষ্টি হলে কাদামাটি দিয়ে চলাচল করতে হয়। জুতা পরে রাস্তায় চলা যায় না। সারা দেশে উন্নয়নের কথা শুনলেও আমরা চোখে দেখিনি। এখানকার মানুষগুলো কত কষ্টে আছে সেটা যারা আসেননি, তারা অনুভব করতে পারবেন না। নরকের মধ্যে বসবাস করছি। আমাদের স্বপ্ন ছিল মির্জারচরের প্রতিটা বাড়ি থেকে যেন প্রতিটা ছেলে-মেয়ে হাইস্কুলে বা প্রাইমারি স্কুলে যেতে পারে। নৌকার জন্য স্কুলে যাইতে পারি নাই- এমন অজুহাত যেন দেখাতে না পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও