রোজা রেখে ইনহেলার ইত্যাদি নেওয়া যাবে কি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ১১:৪০

প্রশ্ন: রোজা অবস্থায় ইনহেলার, ইনজেকশন, ড্রপ ইত্যাদি নেওয়া যাবে কি? বিস্তারিত জানতে চাই। সায়েম হোসেন, ঢাকা


উত্তর: যুগে যুগে ইসলামের অন্য সব বিধানের মতো রোজা নিয়েও নতুন জিজ্ঞাসা তৈরি হয়েছে। প্রযুক্তি ও বিজ্ঞান আবিষ্কারের কারণে সৃষ্ট এসব নতুন সমস্যার সমাধান দিয়েছেন বিজ্ঞ ফকিহরা। এখানে কিছু বিষয়ের সমাধান তুলে ধরা হলো—


ইনহেলার ব্যবহার


রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। তাই সেহরির শেষ সময় ও ইফতারের প্রথমে ইনহেলার ব্যবহার করলে যদি তেমন অসুবিধা না হয়, তবে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার থেকে বিরত থাকা ভালো। বেশি অসুস্থ হওয়ায় যদি দিনের বেলায় ব্যবহার করা জরুরি হয়, তখন ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে তিনটি করণীয় রয়েছে—এক. এই অজুহাতে দিনের বেলায় ইনহেলার ব্যবহার করলেও অন্যান্য পানাহার থেকে বিরত থাকতে হবে। দুই. পরে রোগ ভালো হলে রোজাটির কাজা করে নিতে হবে। তিন. অপারগতা যদি আজীবন থাকে, তাহলে ফিদইয়া আদায় করতে হবে। (রদ্দুল মুখতার)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও