ঈদের ৯ সিনেমা, শাকিব, নিশো, সিয়াম নাকি বুবলী, ফারিয়ারা এগিয়ে
ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির হিড়িক নতুন কিছু নয়। এবারও আসছে ঈদুল ফিতরে ৯টির মতো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব তারকাবহুল সিনেমা নিয়ে বেশ আগে থেকেই কোনো প্রযোজনা প্রতিষ্ঠান প্রচার শুরু করেছে। কোনো কোনো সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ঈদ সামনে রেখে সিনেমা নিয়ে সরব হচ্ছে। প্রচারণার জায়গা থেকে আলোচনায় রয়েছে একাধিক তারকা। ঈদে সিনেমার প্রচারণা নিয়ে শাকিব, নিশো, সিয়াম, মোশাররফ নাকি বুবলী, নুসরাতরা এগিয়ে?
গত বছর মুক্তির মিছিলে ছিল সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। গত বছরের মার্চে পোস্টার উন্মোচনের সময় জানানো হয়েছিল ঈদুল আজহায় ‘জংলি’ সিনেমা মুক্তি পাবে। পরে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’, ‘আগন্তুক’ মুক্তি পেলেও সিনেমার ভিড় দেখে সরে যায় ‘জংলি’। যে কারণে গত বছর থেকে সিনেমাটি প্রচারে রয়েছে। এবার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা এসেছে। এবারও শুরুতেই সাড়া ফেলেছে সিয়াম অভিনীত সিনেমাটির প্রচার।