
অ্যাটলির সিনেমায় সালমানের বদলে আল্লু কেন?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১২:৪৭
কদিন আগে শোনা গিয়েছিল বলিউডের সুপারস্টার সালমান খানকে নিয়ে সিনেমা বানাবেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। এখন খবর এসেছে, নায়ক বদলে গেছে। অ্যাটলি তার ৬০০ কোটি রুপির বাজেটের ওই সিনেমায় পুষ্পা খ্যাত তারকা আল্লু অর্জুনকে নিয়েছেন।
বলিউড হাঙ্গামা লিখেছে, আল্লুকে নিয়ে শিগগিরই শুটিং করতে চলেছেন অ্যাটলি। এই সিনেমায় আল্লুর সঙ্গে তিন নায়িকাকে দেখা যাবে।
শাহুরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দিয়ে ব্যাপক সাড়া তোলা পরিচালক অ্যাটলির সর্বশেষ সিনেমা ‘বেবি জন’ হয়েছে সুপারফ্লপ। সিনেমা সমালোচকদের ভাষ্য, এই পরিস্থিতিতে অ্যাটলি আর কোনো ঝুঁকি নিতে চান না। কারণ গত কয়েক বছরে সালমানের ঝুলিতেও কোনো ‘হিট’ সিনেমা নেই। তাই নতুন সিনেমা সফল করতে দক্ষিণের তারকা আল্লুতেই ভরসা রাখতে চান তিনি।