
‘সারা বছর নারীর অধিকার ও নিরাপত্তার বিষয়ে কথা বলা উচিত’
বণিক বার্তা
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১১:৩৮
বাংলাদেশে নারী নির্যাতনের ইতিহাস বহু দিনের। ঘরে বাইরে নানাভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার তারা। অথচ বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ দেশের যেকোন ক্রান্তিলগ্নে পুরুষের পাশাপাশি নারীরা মুখ্য ভূমিকা পালন করেছেন। দেশের বহু গুরুত্বপূর্ণ সেক্টরে তারা কাজ করছেন, দেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু ঘরে ও বাইরে এ নারীরা নিরাপদ নন। সম্প্রতি এটি আরো কমেছে। প্রতিদিনই হেনস্তা, ধর্ষণ, নির্যাতনের খবর পাওয়া যায়। আজ ৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। এ দিন নতুন করে বাংলাদেশে নারীর নিরাপত্তা নিয়ে কথা বলা প্রয়োজন। বণিক বার্তার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে বিনোদন অঙ্গনের কয়েকজন শিল্পীর সঙ্গে।