আলোচিত চিত্রনায়িকা পরীমনি প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই বেশ অকপট। ক্যারিয়ারের কোনো পর্যায়ে প্রেম বিষয়ে রাখঢাক ছিল না তাঁর। একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, বিয়েও করেছেন। সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর এবার তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমে মজেছেন ঢালিউডের আলোচিত এই তারকা।
তাঁদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। দুজনের বাসায় দুজনের যাতায়াত। সাদীর মা পরীমনির জন্য পিঠা বানিয়ে পাঠাচ্ছেন, তা আবার ফেসবুকে শেয়ার করে জানিয়েও দিচ্ছেন পরীমনি। আবার দেখা যাচ্ছে, শেখ সাদী যখন ঢাকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, পাশের আসনে বসা পরীমনি। এত কিছুর পরও শেখ সাদী নিজের মুখে এ সম্পর্ক নিয়ে সেভাবে কিছুই বলেননি। তবে পরীমনি এসবকে মোটেও পাত্তা দেন না। তিনি তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও নানান কর্মকাণ্ডে তা বুঝিয়ে দিচ্ছেন। বিষয়টা অনেকটা এমন, আমি প্রেম করে ভালো আছি, তাতে কার কি!