
কুকুর লেজ নাড়ে, না লেজে কুকুর নাড়ায়
বিএনপির একসময়ের ডাকসাইটে নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। তারেক রহমানের বিতর্কিত কর্মকাণ্ডে খালেদা জিয়া নীরব থাকার পরিপ্রেক্ষিতে সা কা চৌ বলেছিলেন, আগে কুকুর লেজ নাড়ত, এখন লেজ কুকুরকে নাড়ায়।
এই বক্তব্যের জন্য তাঁকে দলের মধ্যে ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল। কারণ আমাদের দেশে রাজনৈতিক দলগুলো মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু দলের অভ্যন্তরে চলে স্বেচ্ছাতন্ত্র। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হয় না, এমনকি দলের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তও গণতান্ত্রিক রীতিনীতি মেনে নেওয়া হয় না। দলীয় ফোরামে আলোচনা হলেও অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয় দলীয় প্রধানের ওপর। আওয়ামী লীগের ক্ষেত্রে এটা শেখ হাসিনা, বিএনপির ক্ষেত্রে খালেদা জিয়া। তবে একপর্যায়ে এসে বিএনপির মধ্যে দুজনের ওপর এটা বর্তেছে। খালেদা জিয়া ও তারেক রহমান। সর্বশেষ যা অবস্থা তা থেকে এটা স্পষ্ট যে খালেদা জিয়া এখন অনেকটাই সাইডলাইনে। দলের মূল কান্ডারি তারেক রহমান, যিনি বহু বছর ধরে লন্ডনে আছেন, দল চলে তাঁর নির্দেশে, ভার্চুয়ালি।