বড় হওয়ার জন্যই ছোট হওয়া

www.ajkerpatrika.com এম আর রহমান প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১০:২৮

একেই বোধ হয় বলে কপাল। ছিলেন জিরো, হয়ে গেলেন হিরো। বলছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের আগে জেলেনস্কির জনপ্রিয়তা ছিল মাত্র ২৮ শতাংশ এবং তাঁর দলের জনপ্রিয়তা ছিল ১১ শতাংশ।


কিন্তু যুদ্ধ শুরুর পর তিনি ব্যাপক জনসমর্থন পান এবং তাঁর জনপ্রিয়তা সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। তবে গত দুই বছরে এটি ক্রমাগত হ্রাস পেয়েছে। এপ্রিল ২০২৪-এ তাঁর জনপ্রিয়তা ছিল ৫৪ শতাংশ, যা জানুয়ারি ২০২৫-এ নেমে আসে ৪৯ শতাংশে। যদিও এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মতো অতটা কম নয়, তবে ২০২২ সালের মে মাসের ৯০ শতাংশ জনপ্রিয়তা থেকে অনেক দূরে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা নিয়ে সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, জেলেনস্কির জনপ্রিয়তা মাত্র ৪ শতাংশে নেমে এসেছে এবং তিনি দেশটিতে নির্বাচন না দিয়ে স্বৈরশাসকের মতো আচরণ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও