You have reached your daily news limit

Please log in to continue


‘বিসিবিকে জানিয়েছি, দুই দেশের প্রধানকেও জানাব’, বিপিএলে পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ আফ্রিদি

বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে চুক্তির পুরো অর্থ না পেয়ে এবং বারবার চেষ্টা করেও দলের কর্ণধারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিসিবির দারস্থ হয়েছেন শাহিদ আফ্রিদি। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই-মেইল করে সহায়তা চেয়েছেন তিনি। এতেও কাজ না হলে প্রয়োজনে দুই দেশের প্রধানের কাছেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

এবারের বিপিএলে বেশ কিছু ইতিবাচকতাকে আড়াল করে দিয়ে আসরজুড় তুমুল আলোচনায় ছিল পারিশ্রমিক নিয়ে বিতর্ক। টুর্নামেন্ট শেষ হওয়ার মাসখানেক পরও শেষ হয়নি রেশ। নানা দলের ক্রিকেটারদের পারিশ্রমিক এখনও বাকি রয়ে যাওয়ার অভিযোগ আছে। এর মধ্যেই গুরুতর অভিযোগ তুললেন আফ্রিদির মতো তারকা।

বেশ আলোড়ন তুলেই এবার আফ্রিদিকে ‘মেন্টর’ করে এনেছিল চিটাগং কিংস। বিদেশি তারকা খরার আসরে তিনিই ছিলেন সবচেয়ে বড় তারকা। তবে টুর্নামেন্ট চলার সময়ই তার পারিশ্রমিক নিয়ে টানাপোড়েনে গুঞ্জন ছিল। তখন চিটাগং কিংসের পক্ষ থেকে বলা হয়েছিল, সমস্যার সমাধান করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন