You have reached your daily news limit

Please log in to continue


রোববার ভোটার দিবস, প্রকাশ হবে হালনাগাদ তালিকা

রাজনীতির পরিবর্তিত সময় এবং ভোটের রাজনীতিতে নতুন দলের আত্মপ্রকাশের মধ্যে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ বার্তা নিয়ে আসছে ভোটার দিবস।

নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোববার নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

দিবসকে কেন্দ্র করে নাগরিকদের ভোটার হতে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন প্রচার কার্যক্রমও হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মত এবারও হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন।

গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ করে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য নিয়েছেন। নিবন্ধন শেষে তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন