খোলা চিঠি: মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সমীপে

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আসসালামু আলাইকুম।


আমি একজন নগণ্য সাধারণ নাগরিক হিসাবে যারপরনাই মন খারাপ নিয়ে আপনাকে লিখছি। আমার মত এমন মন খারাপ হওয়া অসংখ্য মানুষ আপনার দিকে অধীর আগ্রহে আর আশা নিয়ে তাকিয়ে আছে বলে আমার বিশ্বাস। ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে বাধিত করবেন বলে আশা রাখি।


ছাত্রজনতার সফল বিপ্লবের পরে একটা নতুন আশা আর স্বপ্নে আমরা সাধারণেরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম এবং এখনও আছি যেন আমাদের দেশটি সম্মানের সাথে বিশ্ব-দরবারে ঘুরে দাঁড়াতে পারে। গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিষবাষ্পে শ্বাসরুদ্ধ অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা দেশটি আবার নিজের পায়ে হাঁটতে পারবে এমনটিই স্বপ্ন দেখছিল ছাত্র জনতা। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেরই আশা ছিল এবার ‘নতুন' এক বাংলাদেশকে দেখা যাবে। সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া ছিল নিত্যপণ্যের উচ্চমূল্যে লাগাম। আরেকটি প্রত্যাশা ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু দুটি ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না বলে মনে করেন অনেকেই৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও