You have reached your daily news limit

Please log in to continue


সঠিক ‘হেয়ার ড্রায়ার’ ব্যবহার করছেন কি?

দ্রুত সময়ে ভেজা চুল শুকানোর জন্য বা কোনো স্টাইল করতে ‘হেয়ার ড্রায়ার’য়ের ব্যবহার নতুন নয়।

তবে সব ‘ড্রায়ার’ সব ধরনের চুলের জন্য নয়। আবার কাজও আলাদা।

শিকাগো ভিত্তিক কেশসজ্জাকর রব রেইস এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “চুলের ধরন, প্রকৃতি, ঘনত্ব, দৈর্ঘ্য বুঝে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয়। আর সেরা ফলাফল পেতে সঠিক পণ্য ব্যবহারের প্রয়োজন রয়েছে।”

একেক ‘হেয়ার ড্রায়ার’য়ের একের রকম তাপের প্রভাবে একেকভাবে উপকার মিলবে। আর ভুল যন্ত্রের ব্যবহারে চুলে জট-পাকাসহ ক্ষতিও হয়।

সিরামিক হেয়ার ড্রায়ার

সিরামিকের প্রোলেপ দেওয়া তাপীয় উপাদান থাকে। যা সমানভাবে তাপ ছড়িয়ে দিতে সাহায্য করে।

যে ধরনের চুলের জন্য প্রযোজ্য: যদি সন্দেহ থাকে, তবে যে কোনো ধরনের চুলের জন্য সিরামিক হেয়ার ড্রায়ার ব্যবহার করা উচিত। কারণ তাপ সব দিকে সমান ভাবে ছড়িয়ে চুলে জড়তা-ভাব হতে দেয় না। আর চুল থেকে আর্দ্রতা শুষে নেয় না বলে ক্ষতিও হয় না।

রেইস বলেন, “এটা দ্রুত ও কার্যকরভাবে চুল শুকাতে সাহায্য করে।”

আয়োনিক

“প্রচুর পরিমাণে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি করে, চুলে থাকা ধনাত্মক চার্জ যুক্ত পানির অনু ভেঙে ফেলতে পারে”- একই প্রতিবেদনে ব্যাখ্যা করেন মার্কিন প্রতিষ্ঠান ‘স্যালন হাইপ’য়ের কর্ণধার কারিসা পোর্টার।

“এটা চুলের গোড়ায় পানি ঢুকতে ও জট পাকানো রোধ করে”, বলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন