মনের মতো চুল পেতেও চাই সঠিক যত্ন। আবার বাইরে থেকে চুলের যত্ন হয়তো অনেকেই করেন কিন্তু মাথার ত্বক বা স্ক্যাল্পের দিকে নজর দেন না একেবারেই।
এদিকে চুল পড়া নিয়ে সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন। নামীদামি প্রসাধনী ব্যবহার করেও সুফল মেলে না অনেক সময়।
তবে কেশচর্চা শিল্পীরা বলছেন, মাথার ত্বকে সংক্রমণ হয় মূলত প্রদাহের কারণে। তা রুখতে হলে এমন কিছু ব্যবহার করতে হবে, যাতে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তেমন একটি ঘরোয়া উপাদান হল দারচিনি। এই মশলা মাথায় মাখতে পারলে সংক্রমণ তো কমেই।
পাশাপাশি, রক্ত সঞ্চালনও ভাল হয়। কম বয়সে অনেকেরই চুল পেকে যায়। এই সমস্যা দূর করতে দারচিনি দারুণ উপকারী।